সন্তানের হেফাজত সংক্রান্ত আইন ও বাংলাদেশের পারিবারিক আদালত
বর্তমানে বাংলাদেশে সন্তানের হেফাজত (child custody ) সংক্রান্ত আইন এবং এবিষয়ে মোকদ্দমার সংখ্যা বেড়েছে। বর্তমানে ঢাকা মহানগর ও জেলায় ৩ টি পারিবারিক আদালত রয়েছে। এই আদালত সমূহ মূলত সন্তানের হেফাজত, অভিভাকত্ব , দেনমোহর ও স্ত্রী সন্তানের ভরণপোষণ সংক্রান্ত মোকদ্দমা সমূহের বিচার করেন। যদিও ইসলামী শরীয়তের আইনে সন্তানের হেফাজতের অধিকার বিষয়ে সন্তানের লিঙ্গ , বয়স , তালাকের পর মায়ের পুনঃবিবাহ ইত্যাদি বিধান আছে তবে বাংলাদেশের পারিবারিক আদালত ক্রমান্বয়ে welfare of child অথবা সন্তানের কল্যাণ ও তার সঠিক ও সুন্দর বিকাশ কে মাথায় রেখে নাবালক সন্তানের হেফাজত বিষয়ে আদেশ ও রায় দিচ্ছেন। বর্তমানে আমরা লক্ষ্য করছি পারিবারিক আদালতে বিচার পূর্ব আপোষের ক্ষেত্রে পারিবারিক আদালতের বিচারকগণ অত্যন্ত ধৈর্যের সাথে দুইপক্ষকে নিয়ে সমঝোতার চেষ্টা করছেন। পারিবারিক মামলায় দীর্ঘসূত্রীতার জন্য অনেকেই সরাসরি মহামান্য হাইকোর্টে রীট মামলা দায়ের করেছেন। এবং হাইকোর্ট একটি মামলার রায়ে পারিবারিক আদালতসমূকে অতিদ্রুত সময়ের মধ্যে মোকদ্দমা সমূহ নিষ্পত্তি করার আদেশ প্রদান করেছেন।
ব্যারিস্টার মোঃ সানোয়ার হোসেন