HOUSE 4/A/1 (3RD FLOOR)

Road no:2, Gulshan-1 Dhaka

+8801770295000

info@shossainandassociates.com

HOUSE 4/A/1 (3RD FLOOR)

Road no:2, Gulshan-1 Dhaka

স্পাউসের ইমিগ্রিশনের কিছু কমন সমস্যা

আমরা এস হোসেন এন্ড এসোসিয়েটস ল অফিসে ইউএসএ , ইউকে সহ অনেক দেশের স্পাউস ইমিগ্রেশন প্রসেসে বেশ কিছু কমন সমস্যা দেখতে পারি। স্পাউস ইমিগ্রেশনের ক্ষেত্রে প্রধানতম বিষয় বিয়ের কাগজ পত্র এবং ক্ষেত্রে বিশেষে তালাকের কাগজপত্র। আমরা আমাদের দীর্ঘ অভিজ্ঞতাই যা দেখেছি তা হলো অসতর্কতার কারণে এবং আইনজীবীদের সাথে আলোচনা না করার কারণে অনেক আবেদনকারীর তালাকের কাগজপত্র ত্রুটিপূর্ণ থাকে যার কারণে সংশ্লিষ্ট দেশের ইমিগ্রেশন বিভাগ বিয়ে কেউ সঠিক বলে মনে করে না।  তালাকের কাগজে ত্রুটির মধ্যে প্রধানতম একটি ত্রুটি হলো তালাক নোটিশ প্রদানের তারিখ ও তালাক কার্যকরের তারিখ একই তারিখ হওয়া। এমনকি খোলা তালাকের ক্ষেত্রেও এক দিন হলে ইমিগ্রেশন বিভাগ সেই তালাক স্বীকার করে না।  এছাড়াও তালাক নোটিশ প্রদানের পোস্টাল রশিদ না থাকা , শুধুমাত্র একটি এফিডেভিটের মাধ্যমে তালাক সম্পাদন করা এসবের জন্যও তালাক টি গ্রহণ যোগ্য হয় না।  আরেকটি কারণ যে কারণে তালাকটি গ্রহণযোগ্য হয় না সেটি হলো তালাক প্রদানের তারিখ ও তালাক কার্যকরের মধ্যে আইন দ্বারা নির্ধারিত ৯০ দিনের ব্যাবধান না থাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *